জেন-জি প্রজন্মের বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

জেন-জি তথা তরুণ প্রজন্মের বিক্ষোভে এবার দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সোমবার বিরোধীদলীয় প্রধান ও অন্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, এ নিয়ে এক সপ্তাহে বিশ্বে জেন-জি বিক্ষোভে দুই দেশের সরকারের পতন হয়েছে। সোমবার মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোয় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানান। এখনই প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে বলে স্লোগান দিতে থাকেন। এর আগে দক্ষিণ এশিয়ার দেশ নেপালেও তুমুল আন্দোলন করেন জেন-জি প্রজন্ম। তাদের আন্দোলনেও পদ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
মাদাগাস্কারের বিরোধীদলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনিয়াই বলেন, সেনাবাহিনী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিলে রোববার মাদাগাস্কার ছাড়েন প্রেসিডেন্ট। এর আগে প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাজোয়েলিনা। একটি সূত্র জানিয়েছে, রাজোয়েলিনা ফরাসি এক সামরিক বিমানে করে দেশ ছেড়েছেন। ওই সূত্রের দাবি, রোববার ফরাসি আর্মির এক বিমান মাদাগাস্কারের সেইন্ট ম্যারি বিমানবন্দরে অবতরণ করে। এর পাঁচ মিনিট পর একটি হেলিকপ্টার রাজোয়েলিনাকে নিয়ে যায়।
ক্যাপসাট নামের সশস্ত্র এলিট ইউনিটের সহায়তায় ২০০৯ সালে ক্ষমতায় এসেছিলেন ক্ষমতাচ্যুত ওই প্রেসিডেন্ট। তবে সম্প্রতি এই বাহিনী তাকে সমর্থন দেয়া বন্ধ করে দেয়। এতে প্রথমে অত্মগোপনে চলে যান রাজোয়েলিনা। এর মধ্যেই তার বিরুদ্ধে বিক্ষোভে নামেন দেশটির জেন-জিরা। বিক্ষোভ দমনে ক্যাপসাটকে কঠোর নির্দেশ দেয়া হয়। কিন্তু বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়ে তাদের আন্দোলনকে সমর্থন দিয়েছে সশস্ত্র এই বাহিনী। পাশাপাশি দেশের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন সেনাপ্রধান নিয়োগেরও ঘোষণা দিয়েছে তারা।
October 2025
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]